ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ফিফার বর্ষসেরা নারী ফুটবলার রাপিনো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও রেইন এফসির তারকা মেগান রাপিনো। সম্মানজনক এই পুরস্কার জিততে তিনি লিঁও’র লুসি ব্রোঞ্জ ও ওরলান্ডো প্রাইডের অ্যালেক্স মরগানকে হারান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ইতালির মিলান শহরের অপেরা হাউস লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়ার অনুষ্ঠানে পুরস্কারটি জয় করেন রাপিনো।

মার্কিনিদের হয়ে ২০১৯ নারী বিশ্বকাপ জেতার সুবাদেই মূলত ব্যক্তিগত এই পুরস্কার বাগিয়ে নেন রাপিনো। এর আগে সেই টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেন তিনি। সর্বোচ্চ ৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট ও আসরের সেরা খেলোয়াড় হয়ে গোল্ডেন বলও জেতেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি