ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

বিশ্বজয়ীদের প্লট দেয়ার দাবি সংসদে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ১০ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বজয়ীদের প্লট দেয়ার দাবি সংসদে

বিশ্বজয়ীদের প্লট দেয়ার দাবি সংসদে

বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের প্রত্যেককে প্লট দেয়ার দাবি তুলেছেন সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে দেয়া নিজের বক্তব্যে এমন দাবি তোলেন তিনি। 

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত এই সাংসদ বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা সম্মান বয়ে এনেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থেকে তারা যেন শিক্ষা সমাপ্ত করতে পারে, সে দাবি জানাচ্ছি। তাদের সুন্দর জীবনযাপনের জন্য সরকারের পক্ষ থেকে প্লট দেয়া হোক।’
 
এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুসহ বেশ কয়েকজন সাংসদ এই দাবির প্রতি সহমত পোষণ করেন।

সুলতান মনসুর আরও বলেন, ‘যুব বিশ্বকাপে বাংলাদেশের বিজয় ৪৯ বছরের আগের সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে, বাঙালিরা এগিয়ে যাবে। বাঙালিরা কখনও মাথা নত করবে না।’

এ বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস‌্য মুজিবুল হক চুন্নু যুব ক্রিকেটারদের সম্মানি দেয়ারও দাবি তোলেন।

তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ সারা দেশের মানুষ আনন্দিত। যুব বিশ্বকাপে আমাদের ছেলেগুলো পরিশ্রম করে যে দৃষ্টান্ত রেখেছে, সারা বিশ্বে বাংলাদেশের নাম এমন অবস্থায় নিয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ আমাদের চিনতে পারছে। ঢাকায় আসার পর গণসংবর্ধনাসহ রাষ্ট্রীয় কোষাগার থেকে যেন তাদের সম্মানি দেয়া হয়।’

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। যে কোন পর্যায়ের ক্রিকেটের বৈশ্বিক কোনও টুর্নামেন্টে এই প্রথম কোনও শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারানোর আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষকে হারায় আকবর আলির দল।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি