অবশেষে বেতন বাড়ল নারী ফুটবলারদের
প্রকাশিত : ১৩:৪৫, ৭ মে ২০২৫

অবশেষে বিদ্রোহ করা পুরো ১৮ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। শুধু চুক্তিই করেনি, বিদ্রোহী মেয়েদের বেতনও বাড়িয়েছে।
সব মিলিয়ে বাফুফের সঙ্গে চুক্তি হওয়া ফুটবলারের সংখ্যা ৫৩ জন। মোট তিন ক্যাটেগরিতে বেতন পাবেন সাবিনারা।
সিনিয়রদের বেতন পাঁচ হাজার বেড়ে হয়েছে ৫৫ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০ হাজার করে পাবেন জুনিয়ররা।
শুরুতে ৩৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বিদ্রোহী ১৮ জন ছিলেন চুক্তির বাইরে। অবশেষে সাবিনা-সানজিদা-মনিকারাও চুক্তি সম্পন্ন করেছেন।
গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান সাবিনাসহ ১৮ নারী ফুটবলার। একপর্যায়ে তাদের বাদ দিয়ে ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে বাফুফে। সবশেষ তিক্ততা ভুলে চুক্তিতে এসেছে বাকি ফুটবলাররাও।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘বাকি ১৮ জন খেলোয়াড় ছয় মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির মেয়াদ স্বাক্ষরের তারিখ থেকেই কার্যকর হয়েছে। এর ফলে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৩ জনে।’
সামনে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আছে। আগামী ৩১ মে তারা মুখোমুখি হবে জর্ডানের, ৩ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে জাতীয় দলে ডেকেছেন পিটার বাটলার।
দ্রুতই পিটারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণার।
এএইচ