ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়াকে রুখে দিল টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ১৪ জানুয়ারি ২০২০

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচের একটি মুহূর্ত

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচের একটি মুহূর্ত

প্রতিবারের মতো এবারও ‘ভালো কিছুর’ প্রত্যাশায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পৌঁছেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টটি আগামী ১৭ জানুয়ারি শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। সোমবার তেমনই এক ঝালিয়ে নেয়ার ম্যাচে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে রুখে দেয় আকবর আলির দল।

ম্যাচটিতে যুবারা জিততে দেয়নি অজিদের। অবশ্য বাংলাদেশও জিততে পারেনি। তবে দারুণ উত্তেজনায় ভরপুর ম্যাচটা শেষ পর্যন্ত টাই হয়েছে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। অধিনায়কের সিদ্ধান্তটা ভালোভাবেই কাজে লাগান ব্যাটসম্যানরা।

অন্যতম রাজধানী প্রিটোরিয়ার এলসি ডি ভিলিয়ার্স মাঠে শামিম-পারভেজ-হৃদয়ের তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান তোলে টাইগাররা। ছয় নম্বরে নেমে ৩৩ বলে তিনটি করে চার ও ছয়ে ৫৯ রান করে অপরাজিত থাকেন শামিম হোসেন। এছাড়া, পারভেজ হাসান জয় ৫২ ও তাওহিদ হৃদয় ৫৩ রান করেন।

জবাব দিতে নেমে বেশ ভালোই এগুচ্ছিলো অস্ট্রেলিয়া। তবে ম্যাচের মাঝখানে অজিদের চেপে ধরেন শরিফুল ইসলাম, হাসান মুরাদরা। কিন্তু সাতে নেমে কোরি কেলি ২২ বলে ৪৪ বলের দারুণ একটা ইনিংস খেললে ম্যাচের নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

তবে শেষ ওভারে গিয়ে জমে ওঠে নাটক। দুই উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩ ওভারে ঠিক ২৫০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টাই নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। অস্ট্রেলিয়ার পক্ষে স্যাম ফ্যানিং সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৩৯ রানে ৪টি ও হাসান মুরাদ ২৭ রানে ২টি উইকেট নেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি