ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্র বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৬, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

প্রথমবারের মত আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্র বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ।
ক্যালিফোর্নিয়ার ঘাঁটি থেকে ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা কার্যকর করা হয়। এরপর ভূমি থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র চালিয়ে একটি আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্র সদস্য কাঠামো ধ্বংস করা হয়। পেন্টাগণ জানিয়েছে দীর্ঘদিন আগেই এর পরিকল্পনা নেয়া হয়েছিল। তবে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপনাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হল বলে ধারণা বিম্লেষকদের। এদিকে সোমবার আবারও ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের জন্য আরো বড় চমক অপেক্ষা করছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিম বলেন, যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় তারা এমন আরও অস্ত্র তৈরি করবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি