ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়ার দাবি জানাচ্ছে নারী শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২৬ মার্চ ২০২৩ | আপডেট: ২৩:১৫, ২৬ মার্চ ২০২৩

আফগানিস্তানের বাদাখশানের নতুন বছরে মেয়েদের শিক্ষার জন্য মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সেখানকার নারী শিক্ষার্থীরা। নারী শিক্ষার ব্যাপারে তালেবান সরকারের কঠোর অবস্থানের কারণে স্কুলে যেতে না পেরে কিছু মেয়ে ইতোমধ্যে ওয়ার্কশপে কার্পেট বোনা শিখতে শুরু করেছে।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, বৃষনা নামের এক ছাত্রী জানায়, স্কুলের শিক্ষার সুযোগ বন্ধ হয়ে তারা মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ছে। ফারজানা নামে আরেক ছাত্রী জানায়, তালেবান তাদের স্কুলে যেতে দিলে তারা হিজাব পরতেও রাজি।

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয়গুলো মেয়েদের জন্য বন্ধ রয়েছে প্রায় দুই বছর ধরে। জাতিসংঘের সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায় মেয়েদের জন্য পুনরায় স্কুল চালু করার আহ্বান জানিয়েছে।

মুরসাল নিয়াজি নামের এক শিক্ষার্থীর ভাষ্য, “তারা যদি স্কুলের বিষয় পরিবর্তন করতে চায়, তবে আমরা তাদের শর্ত মেনে নেব। কিন্তু আমাদের জন্য স্কুলগুলো খুলে দেওয়া উচিত।”

এদিকে বাদাখশানের কিছু মানবাধিকারকর্মী বলছেন, মেয়েদের জন্য স্কুল বন্ধ করে আফগানিস্তানের জন্য কোনো লাভ হবে না। আঙ্গিজা বেদার নামে এক মানবাধিকারকর্মী স্কুল খোলার আহ্বান জানিয়েছেন, যাতে দেশটির মেয়েরা শিক্ষাগ্রহণ করতে পারে। বাদাখশানের স্থানীয় কর্মকর্তারা বলেন, তারা স্কুল পুনরায় খোলার জন্য সরকারের আদেশের জন্য অপেক্ষায় রয়েছেন।

এই সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে নারী শিক্ষা অস্বীকার করার কোনো ভিত্তি নেই, কারণ এতে কেবল নারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের ভবিষ্যতকেও ক্ষতিগ্রস্ত করছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি