ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণে নিহত ২০, আহত অর্ধশতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আফগানিস্তানের কাবুলে কুটনৈতিক এলাকায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে বিস্ফোরণে ২০ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।
পুলিশের এক মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের পাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এদিকে হামলার পরপরই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো কাবুল। বিভিন্ন স্থানে তল্লাসি অভিযানে নেমেছে পুলিশ।  বুধবার বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত হওয়ার ঘটনায় এ প্রতিবাদ আয়োজন করা হয়েছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি