ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

আম আদমি পার্টির বরখাস্ত নেতা কাপিল মিশ্রাকে বিধানসভাতেই ধাক্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ৩১ মে ২০১৭

ভারতের আম আদমি পার্টির বরখাস্ত হওয়া নেতা কাপিল মিশ্রাকে বিধানসভার মধ্যেই ধাক্কা দিয়েছেন দলের বেশ কয়েকজন নেতারা।
পণ্য এবং সেবামূলক কর আরোপ প্রশ্নে বিধানসভায় সভা চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয়। কাপিল অভিযোগ করেন, দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতির বিষয়ে বিধানসভায় কথা বলার সুযোগ চেয়েছিলেন তিনি। এসময় স্পিকার তাকে বিধানসভা ছেড়ে যেতে বলেন। এরপরপরই পাঁচ থেকে সাত জন এমপি তাকে ঘুষি এবং লাথি দিয়েছেন। ধাক্কাধাক্কির ঘটনার সময় সংসদের ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল বলে জানান তিনি। সম্প্রতি দিল্লির মন্ত্রিপরিষদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি