আমি প্রতিনিয়ত শিখছি: বিসিবি সভাপতি ফারুক আহমেদ
প্রকাশিত : ২১:৪৬, ২৭ এপ্রিল ২০২৫

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ—বাংলাদেশ ক্রিকেটে প্রথম কোনো সাবেক খেলোয়াড়ের সভাপতি হওয়া নিয়ে তৈরি হয় আশার জোয়ার। তবে মাত্র আট মাসেই নানা বিতর্কে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি।
বিপিএল বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে উঠেছে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে সরানোর অভিযোগ। সমালোচনার ঝড়ের মধ্যে নিজেকে নির্ভার রাখার চেষ্টা করছেন ফারুক। বলছেন, তিনি এখনো শিখছেন এবং চেষ্টা করছেন সেরা কিছু উপহার দিতে।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন,
"আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতেই পারে। তবে যদি আমরা একসঙ্গে কাজ করি, তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।"
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির বেশ কয়েকজন পরিচালক পদত্যাগ করলেও, অধিকাংশ এখনো বহাল আছেন। গুঞ্জন রয়েছে, তারা সবাই সভাপতি ফারুক আহমেদকে পুরোপুরি সহযোগিতা করছেন না। এ কারণে একের পর এক বিতর্কে তাকে একপ্রকার একা লড়তে হচ্ছে।
এছাড়া প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু এবং তামিম ইকবালের চাপ প্রয়োগের অভিযোগ নিয়েও সম্প্রতি ব্যাপক সমালোচনায় পড়েছেন বর্তমান বিসিবি সভাপতি।
এসএস//