আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
প্রকাশিত : ১৭:৩৪, ২ ডিসেম্বর ২০২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করলো বাংলাদেশ। ফিল্ডিংয়ে ৫টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়া তানজিদ তামিম ব্যাট হাতে ৩৬ বলে খেলেছেন ৫৫ রানের ঝড়ো ইনিংস ।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে মুস্তাফিজ-রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ১৩.৪ ওভারেই ১১৮ রান ছুয়ে ফেলে বাংলাদেশ। তখনও হাতে ছিল ৮ উইকেট।
এদিকে চট্টগ্রামে আইরিশদের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করেছে বাংলাদেশ। নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমনকে চারে পাঠিয়ে সাইফ হাসানকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশ। সাইফ দারুণ শুরু করলেও ইনিংস অবশ্য বড় করতে পারেননি। ১৪ বলে ২টি চার ১টি ছয়ে ১৯ রান কর আউট হন তিনি।
সিরিজ জয়ের ম্যাচে তিনে নেমে ব্যর্থ হন লিটন। ফিরেছেন ৬ বলে ৭ রান করে। চার নম্বরের নতুন পজিশনে নেমে পারভেজ ইমনও শুরুতে খুব একটা স্বাচ্ছন্দে ছিলেন না। প্রথম ১০ বল খেলে তার রান ছিল মাত্র ৩। তবে সময় নিয়ে ঠিকই সেট হয়েছেন। আর অপর ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই স্বাচ্ছেন্দে ব্যাট করেছেন।
তানজিদ হাসান তামিম ৩৬ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫৫ রানে ছিলেন অপরাজিত। পারভেজ হোসেন ইমন ২৬ বলে ১টি চার ৩টি ছয়ে অপরাজিত ছিলেন ৩৩ রান করে।
এর আগে বোলিংটাও দারুণ করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দুই আইরিশ ওপেনার টিম ট্যাক্টর আর পল স্ট্যার্লিং শুরুটা করেছিলেন বেশ আক্রমণাত্মক।
চতুর্থ ওভারের শেষ বলে টিম ট্যাক্টরকে সরাসরি বোল্ড করেন শরিফুল ইসলাম। ফেরার আগে ১০ বলে ২টি চার ১টি ছক্কায় ১৭ রান করেছেন টিম। অপর ওপেনার পল স্ট্যার্লিং অবশ্য একপ্রান্ত ধরে অনেকক্ষণ উইকেটে ছিলেন। তবে ওপেনিং জুটি ভাঙার পর অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানের কাটারে বারবার পরাস্ত হয়েছে আইরিশ ব্যাটাররা। দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। রিশাদের টার্ন, দুশরা সামলাতে পারেনি আইরিশরা। এসব মিলিয়ে আয়ারল্যান্ডের মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৩ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। রিশাদ ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ৩ ওভারে ২১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। সাইফউদ্দিন ও শেখ মাহেদি নিয়েছেন একটা করে উইকেট।
এমআর//










