ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:২৭, ১৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ব্রাজিল এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে। এরপরও সবচেয়ে বড় তারকা নেইমারকে বাছাইপর্বের আগামী দুই ম্যাচের দলে রেখেছেন কোচ তিতে।

তিতে নেইমারকে দলে রাখলেও ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে দলে রাখেননি দাভিদ লুইস ও দগলাস কস্তা।

রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের সঙ্গী হিসেবে আছেন গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো ও তাইসন। আছেন লিভারপুলের ফিলিপে কৌতিনিয়োও।

যদিও তিতে আভাস দিয়েছিলেন ঘরোয়া লিগের ফুটবলারদের আরও সুযোগ দেবেন। কিন্তু শেষ পর্যন্ত নেইমারদের নিয়ে শক্তিশালী দলই গড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তিতে বলেন, মূল বিষয়টা হলো ফুটবল উপভোগ করা। দুটি জিনিস মুখ্য, সমর্থক এবং খেলোয়াড়।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তিতের অধীনে দুর্দান্ত খেলা ব্রাজিলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩।

বাকি চার রাউন্ডের ম্যাচগুলোর ফল আর যাই হোক না কেন, ব্রাজিলের বাছাইপর্বে চতুর্থ স্থানের নীচে যাচ্ছে না। এই অঞ্চল থেকে প্রথম চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে।

কলম্বিয়া ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। সমান পয়েন্ট নিয়ে চিলি চতুর্থ ও ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি