ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটিভির সিইওর সঙ্গে এফটিপিও প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:১৯, ১২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিনোদন মিডিয়ার সম্মিলিত প্ল্যাটফর্ম এফটিপিওর একটি প্রতিনিধিদল একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। 

একুশে টেলিভিশনের কার্যালয়ে শনিবার এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফটিপিওর চেয়ারম্যান নাট্যজন মামুনুর রশীদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ জাকের, সাধারণ সম্পাদক সাজু মুন্তাসির, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম ও নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা।

একুশে টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান পঙ্কজ বণিক এ সময় উপস্থিত ছিলেন। 

এফটিপিও প্রতিনিধিদল পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গণমাধ্যমের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। 

পীযূষ বন্দ্যোপাধ্যায় এফটিপিওর পক্ষ থেকে উত্থাপিত বিষয় একুশে টেলিভিশনের পরিচালনা পরিষদে আলোচনার অভিপ্রায় ব্যক্ত করেন।

আগামীতে একুশে টেলিভিশন ও এফটিপিওভুক্ত সংগঠনগুলো একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করে। 

প্রধান কার্যালয়ে আগমনের জন্য এফটিপিওর সদস্যদের ধন্যবাদ জানিয়ে একুশে টেলিভিশনের পক্ষ থেকে একটি পত্রও দেওয়া হয়েছে।

আরএমএ/এএইচএস/এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি