ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ইফুডে যুক্ত হলো নতুন চারটি রেস্টুরেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান ই-ফুডে যুক্ত হলো রাজধানীর নতুন চারটি রেস্টুরেন্ট। ইতোমধ্যে ভোজনরসিকদের কাছে জনপ্রিয়তা পাওয়া এই রেস্টুরেন্টগুলো হলো, বার-বি-কিউ টুনাইট, টোকিও এক্সপ্রেস, দি মিরাজ এবং নিক্কি।

রোববার (৮ নভেম্বর) ইফুডের মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইফুডের সাথে যুক্ত হতে প্রতিষ্ঠান দুটির মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে ইফুডের পক্ষে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং বার-বি-কিউ এর স্বত্ত্বাধিকারী, টোকিও এক্সপ্রেস, দি মিরাজ এবং নিক্কি’র পার্টনার এন আর ভিকি নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির আলোকে, রাজধানীর গুলশান ও বনানী এলাকার গ্রাহকরা এসব রেস্টুরেন্টের খাবার ইফুডের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আর অর্ডার করা খাবার ঘরে বসেই ডেলিভারি পাওয়া যাবে দ্রুততম সময়ে।

এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন বলেন, ‘খুবই কম সময়ে ইফুড গ্রাহকমনে আস্থার জায়গা করে নিয়েছে। আমরা দেশের জনপ্রিয় সব খাবারের রেস্টুরেন্ট ই-ফুডে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কোভিড কালীন সময়ে গ্রাহকগণ ঘরে বসে স্বাচ্ছন্দে খাবার উপভোগের লক্ষ্যে আমরা ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে খাদ্যসেবা নিয়মিত পৌঁছে দিচ্ছি।’

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি