ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

উত্তর কোরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২৪ আগস্ট ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৪ আগস্ট ২০১৮

এশিয়ান গেমস ফুটবলে শেষ ষোলোয় উত্তর কোরিয়ার কাছে ৩-১ গোলে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। শুক্রবার বেকাসিতে বাংলাদেশ শিবিরে মুহূর্মুহু আক্রমণ করে কোরীয় ফুটবলারেরা। এতে বিরতির আগেই দুই গোল হজম করে জেমি ডের দল।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় কোরীয় ফুটবলারেরা। এসময় বাংলাদেশ ৩-০ গোলে পিছিয়ে পড়ে। তবে শেষ বাজি বাজার আগমুহূর্তে এক গোল করে কেবল ব্যবধান-ই কমাতে পেরেছেন সাদ উদ্দিন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একটি ক্রস কোরিয়ান গোলরক্ষক ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে জটলায় বল পেয়ে যান সাদ উদ্দিন।

গ্রুপ পর্বে থাইল্যান্ডের সঙ্গে ড্র করে ও কাতারকে হারিয়ে এবারই প্রথম প্রতিযোগিতার নকআউট পর্বে পা রেখেছিল বাংলাদেশ।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি