উয়েফা নেশন্স লিগে জয় পেল যেসব দল
প্রকাশিত : ১০:৩২, ১২ অক্টোবর ২০২০

উয়েফা নেশন্স লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, গ্রীস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, অস্ট্রিয়া ও স্কটল্যান্ড। তবে পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এছাড়া আয়ারল্যান্ড-ওয়েলস এবং ইতালি-পোল্যান্ড ম্যাচটিও গোলশূণ্যতে শেষ হয়েছে।
ক্রোয়েশিয়া ২-১ গোলে সুইডেনকে, ইংল্যান্ড একই ব্যবধানে বেলজিয়ামকে, ফিনল্যান্ড ২-০ গোলে বুলগেরিয়াকে, নরওয়ে ৪-০ গোলে রোমানিয়াকে, গ্রীস ২-০ গোলে মোলদোভাকে, ডেনমার্ক ৩-০ গোলে আইসল্যান্ডকে, চেক প্রজাতন্ত্র ২-১ গোলে ইসরাইলকে, স্লোভেনিয়া ১-০ গোলে কসোভোকে, অস্ট্রিয়া একই ব্যবধানে নর্দান আয়ারল্যান্ডকে ও স্কটল্যান্ড ১-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ইউরোপ সেরাদের লড়াইয়ে গতির কোন কমতি ছিল না। পুরো সময়েই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু গোলের খেলায় কাংখিত গোলের দেখা কেউ-ই পায়নি শেষমেশ। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
এদিকে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন লুকাকু। আর ৩৯ মিনিটে পেনাল্টি থেকেই ইংল্যান্ডকে সমাতায় ফেরান রাশফোর্ড। আর ৬৪ মিনিটে মোউন্ট গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
অপর ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৩ মিনিটে ভ্লাসিকের গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। ৬৬ মিনিটে ব্রেজের গোলে সমতা আনলেও শেষরক্ষা হয়নি সুইডেনের। ৮৪ মিনিটে ক্রামারিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এদিকে কোনিভেসের একমাত্র গোলে সার্বিয়াকে হারিয়েছে হাঙ্গেরি।
এমবি//