ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এ কান্না সারা দেশের: রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বিবেকবান সবার হৃদয় নাড়া দিয়েছে। এ মৃত্যু কেন মেনে নিতে পারছেন। বাসচালক ও চালকের সহকারীর ভুলে দুটি তাজা প্রাণ ঝড়ে গেলো সড়কে। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকেও ছুঁয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দে যার মনে উচ্ছাস থাকার কথা। সেই রুবেলের আনন্দও আজ ম্লাল। গতরাত ৯টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক পেজে এ নিয়ে ‘স্ট্যাটাস’ দেন রুবেল হোসেন।

রুবেল তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায়, নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কারো বাবা মার সন্তানকে, কারো আবার বাবা মাকে, মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে…

এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের।’

ওই স্ট্যাটাসের সঙ্গে তিনটি ছবিও দেন রুবেল। এর একটি ছবিতে দেখা যায়, বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর লাশ পড়ে আছে। অন্য দুটি ছবিতে দেখা যায়, কাঁদছে শিক্ষার্থীদের স্বজন ও বন্ধুরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসেচাপায় দুই শিক্ষার্থী নিহত হন। নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি