ঢাকা, রবিবার   ০৫ অক্টোবর ২০২৫

ওয়ানডে দল ঘোষণা, ডাক পেলেন সাইফ-সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৪ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান। আর দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান।

শুক্রবার রাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলার সময় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন ওই দুটি। 

দেশের হয়ে ৬টি টেস্ট ও ১৪টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে সাইফ হাসানের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৫২৫০ রান ও ৬৯ উইকেট শিকার করেছেন সাইফ। 

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আগের ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন টাইগারদের জার্সিতে ১১টি টেস্ট ও ৫১টি টি-টোয়েন্টি খেলা সোহান। 

ইনজুরির কারণে ওয়ানডে দলেও সুযোগ হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের। লিটনের সাথে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে সিরিজের দল থেকে আরও বাদ পড়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। 

আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। আজ রাতেই আবুধাবিতে দলের সাথে যোগ দেবেন তারা। 

আবুধাবিতে আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি