ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাতারের সঙ্গে ৪ দেশের সম্পর্ক ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৩:১৬, ৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সৌদি আরব, মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে অশান্ত পরিস্থিতি সৃষ্টিতে কাতারের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তাদের।
মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকে কাতার সমর্থন ও সহযোগিতা করে বলেও অভিযোগ এই দেশগুলোর। সৌদি সরকারের এক মুখপাত্র জানান, কাতারের সাথে সকল চুক্তি বিচ্ছিন্ন করে দিয়েছে তার দেশ। একই সাথে বন্ধ করেছে সব ধরনের যোগাযোগ। একই রকম সিদ্ধান্ত নিয়েছে মিশর ও বাহরাইন। এদিকে ৪৮ ঘন্টার মধ্যে কাতারে থাকা কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি