ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

কানপুর টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিন আজ।  কিন্তু কানপুরে ম্যাচ শুরুর আগেই বৃষ্টির হানা। যেকারণে টসে বিলম্ব, পিছিয়ে গেছে খেলা শুরুর সময়ও। 

আপাতত স্টেডিয়াম এলাকায় বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা। আবারও বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির আভাসই আছে। এছাড়া মাঠও খেলার উপযুক্ত করা যায়নি এখনো।

স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা এক ঘণ্টা পিছিয়ে স্থানীয় সময় দশটায় অনুষ্ঠিত হয়। খেলা শুরু স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১১টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি