ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কোপা ফাইনাল: ডি মারিয়ার সঙ্গে শেষদিন হতে পারে মেসিরও

আকাশ উজ্জমান

প্রকাশিত : ১০:২১, ১৩ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

আরও একটি ফাইনাল। আরও একটি রেকর্ড গড়ার হাতছানি। আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেই স্পেনের পর প্রথম কোনো দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জয়ের রেকর্ড গড়বে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম ফাইনাল ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি।

রোজারিওর সেই ছোট্ট বালক। ফুটবলই যার ধ্যান জ্ঞান। সেই ছোট্ট মেসিকে দেখেই আঁচ করেছিলেন অনেকে, তিনিই হবেন এই প্রজন্মের ফুটবলের রাজা। প্রথম থেকে ক্লাব জার্সিতে মেসি ছিলেন অনন্য। গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড। ২০০৫ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেন মেসি।

বয়স ভিত্তিকের গন্ডি পেরিয়ে মূল দলে এসেও দুর্দান্ত ছিলেন মেসি। তবে ২০০৬ ও ১০ সালের বিশ্বকাপে দলকে ভালো কিছু দিতে পারেননি লিও।

দলের দায়িত্ব চলে আসে মেসির কাঁধেই। হাতে ওঠে অধিনায়কের আর্মব্যন্ড। ২০১৪ সালের বিশ্বকাপে দল খেলে ফাইনাল। তবে জার্মানির কাছে আবারও ধরা। বিশ্বজয়ের খুব কাছে গিয়ে ব্যর্থ।

টানা দুটি কোপা আরেমিকার ফাইনালেও আর্জেন্টিনার হার। রাগে ক্ষোভে অবসর নিলেন মেসি। তবে আবারও ফিরলেন ভক্তদের ভালোবাসা ও দলের টানে। ২০১৮ সালে বিশ্বকাপে ব্যর্থ হলেও হার ছাড়েননি লিও।

২১-এর কোপায় ছিড়লো ভাগ্যের শিকে। ২৮ বছরের শিরোপা ক্ষরা ঘুচলো। ২২-এ আরও অনন্য মেসি। ফিরালিসিমার পর বিশ্বকাপ। ৩৬ বছর পর চ্যাস্পিয়নের মুকুট পড়লেন মেসি। বিশ্বসেরার ছোঁয়া পেলো বিশ্বকাপ।

চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোনো ম্যাচে না হেরেই এসেছে ফাইনালে। দাঁড়িয়ে আছে রেকর্ডের সামনে।

ফুটবল ইহিতাসে একমাত্র দল হিসেবে টানা তিন ফাইনাল জয়ের রেকর্ড আছে স্পেনের। তাদের সেই রেকর্ডে ভাগ বসানোর শেষ ধাপে আলবিসেলেস্তেরা। 

এই ম্যাচটিই ডি মারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষদিন। হতে পারে মেসিরও। এমন দিনে এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে কি আর্জেন্টিনা!

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি