ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কোম্পানীগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে বিষ্ফোরক মামলায় মাওলানা মো. শাহ জাহান নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমির।

শুক্রবার সকালে বসুরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চরহাজারী ৬নং ওয়ার্ডের মৃত সেকান্তর আহম্মদের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে বসুরহাট বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে পৌর এলাকা থেকে জামায়াত নেতা মাওলানা শাহ জাহানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে, সবশেষ গত ২৯মার্চ চরহাজারীতে মিছিল থেকে বিষ্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত ১৪নং আসামি তিনি।’’
 
তিনি আরও জানান, দুপুরে গ্রেপ্তারকৃত জামায়াত নেতাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি