ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে পেয়েছেন দুই সেঞ্চুরি, যেটিতে তিন অঙ্ক ছুঁতে পারেননি সেটিতেও ৫৪। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান তার। ব্যক্তিগতভাবে এর চেয়ে বেশি কিছু হয়তো তামিম নিজেও আশা করেননি।

এমন ব্যাটিংয়ের স্বীকৃতিটা পেয়ে গেলেন হাতে নাতেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে এখন তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭তম স্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন তামিম। আজ প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ১৩তম স্থানে উঠে এসেছেন তামিম।

এর আগে ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫তম স্থানে ছিলেন তামিম। সিরিজটা ৭৩৭ পয়েন্ট নিয়ে শেষ করেছেন দেশ সেরা ব্যাটসম্যান। এটাও তার ক্যারিয়ার-সর্বোচ্চ।

অপরদিকে র‌্যাংকিংয়ে এগিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ব্যাট হাতে তিন ম্যাচে সাকিব করেছেন ৯৭, ৫৬ ও ৩৭ রান। তিন ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ২৬তম স্থানে উঠেছেন সাকিব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু সাকিবই একবার শীর্ষ দশে জায়গা পেয়েছিলেন।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি