ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা

প্রকাশিত : ১৬:৫৩, ১ জুন ২০১৯ | আপডেট: ১৭:০০, ১ জুন ২০১৯

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাচ্ছে শ্রীলংকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৮০ রানে ৬ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে  দলটি।

বিশ্বকাপের ১২তম আসরের তৃতীয় ম্যাচটি হচ্ছে ইংল্যান্ডের কার্ডিপে।

বিশ্বকাপে এর আগে ১০ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এর মধ্যে ছয়টিতে জয় পায় ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা।

অন্যদিকে বিশ্বকাপের সবশেষ আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলা নিউজিল্যান্ড জিতে ৪ ম্যাচে।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত উভয় দল ৯৮টি ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে ৪৮টিতে জয় পায় অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওশেনিয়ার দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ড :

মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, টম ব্রান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলাস, জেমস নিশাম, মিসেল স্যান্টনার, লুকি ফার্গুনসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম ও ইস সাউদি। 

শ্রীলংকা :

দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমল, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, থিসেরা পেরেরা, লাহিরু থিরিমান্নে, জেফ্রে ভার্নান্দেস, মিলিন্দা সিরিবর্ধনে, অভিস্কা ফার্নান্দো ও ধনাঞ্জয়া ডি সিলভা।

এনএম/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি