ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

চলে যাচ্ছেন ফাস্ট বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১২:২৮, ১৮ ডিসেম্বর ২০১৯

হঠাৎই বিসিবির কাছে পদত্যাগ জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। এই দক্ষিণ আফ্রিকান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করতে চান না। তাই তিনি বোর্ডের কাছে অব্যাহতি যাচ্ছেন।

যদিও কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন তা পাঁচ মাসও পূর্ণ হয়নি। গত ২৭ জুলাই ল্যাঙ্গাভেল্ট আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করেন। মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করেই চলে যাচ্ছেন ল্যাঙ্গাভেল্ট। তবে কি কারণে চলে যাচ্ছেন তা স্পষ্ট করেননি তিনি।

তবে এক সূত্রে জানা যায়, চার্ল ল্যাঙ্গাভেল্ট দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের অফার পেয়েছেন। তাই তিনি বাংলাদেশ থেকে চলে যেতে চান। নিজ দেশের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কারণে ল্যাঙ্গাভেল্ট বিসিবির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। 

জাতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ল্যাঙ্গাভেল্টের চুক্তি রয়েছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এখন কিভাবে ল্যাঙ্গাভেল্টকে ছেড়ে দেবে তা ক্ষতিয়ে দেখছে বিসিবি। 

এএইচ/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি