ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চাপম্যানের সেঞ্চুরিতে সমতায় কিউইরা, বিফলে পাকিদের বড় স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:১৮, ২৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 

এদিন ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিতে মাঠে নামে পাকিস্তান। রাউয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় পুঁজিও পায় স্বাগতিকরা। তবে চাপম্যানের বিস্ফোরক সেঞ্চুরিতে সিরিজ জয় থেকে বঞ্চিত হলো বাবর বাহিনী।

৬২ বলে সর্বোচ্চ ৯৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান। আর ইফতিখারের ২২ বলে ৩৬ রান এবং ইমাদ ১৪ বলে ৫ চার ও এক ছক্কায় করেন ৩১ রান।

জবাবে ২৬ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পরে কিউইরা। তবে দলকে টেনে তোলেন মার্ক চাম্পম্যান। জিমি নিশানকে সাথে নিয়ে ১২১ রানে জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।

৪ বল হাতে রেখে জয় পায় সফরকারীরা।

৫৭ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন চাম্পম্যান। যেখানে ১১টি চারের পাশে ছক্কা ৪টি। আর নিশাম ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৪৫ রান।

একই মাঠে আগামী বৃহস্পতিবার শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি