ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

চিটাগংয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্স। যেখানে টসে জিতে ইতোমধ্যে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেটে বিপিএলের দ্বিতীয় পর্বে এটিই শেষ ম্যাচ।

শনিবার (১৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিপিএল টেবিলে মুশফিকুর রহিমের নেতৃত্বে চিটাগং ভাইকিংসের বর্তমান অবস্থা চার নম্বরে। চার ম্যাচে তিন জয়ের বিপরীতে এক হারে ছয় পয়েন্ট অর্জন করেছে তারা। তবে মাহমুদউল্লা’র খুলনার অবস্থা খুবই নাজুক। ছয় ম্যাচে এক জয়ের বিপরীতে পাঁচ হারে একেবারে তলানিতে দলটি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি