ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পেলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৯:৫৪, ১৯ ডিসেম্বর ২০২০

এবারের ফিফা বর্ষসেরার খেলোয়াড়ের পুরস্কারটি পেলেন না লিওনেল মেসি, সেটি জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি। তবে মাত্র একদিন পরেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি তার ব্যক্তিগত অর্জনের হিসাবটা ঠিকই সমৃদ্ধ করে চলেছেন।

সম্প্রতি আর্জেন্টাইন এই সুপারস্টার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস এ্যাওয়ার্ড’। মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ততার কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা সামগ্রীসহ এ খাতে অন্যান্য জিনিসপত্র কিনতে মেসি ব্যয় করেছেন মিলিয়ন ইউরো।

এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী সরবরাহ করে তাদেরকে সুশিক্ষা গ্রহনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

পুরস্কারটি হাতে অবস্থায় একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস এ্যাওয়ার্ড পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্টকে ধন্যবাদ।’

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি