ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ছাত্রীদের জন্য দেশব্যাপী রোটারীর কমফোর্ট জোন স্থাপনের পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২২ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর প্রথম সিনার্জি টীম প্রোগ্রাম গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। রোটারী গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, গণশিক্ষা কর্মসূচী বাস্তবায়নসহ দীর্ঘ মেয়াদী বিভিন্ন সার্ভিস প্রজেক্টের  পরিকল্পনা উপস্থাপন করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর মো. রুবাইয়াত হোসেন, এফডিএফএল রোকেয়া ফারুকী, সদ্য সাবেক গভর্নর খায়রুল আলম, গভর্নর নমিনি এম এ ওয়াহাব, সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, ড. মীর আনিসুজ্জামান, সেলিম রেজা, এ এফ এম আলমগীর, শামসুল হুদা, শওকত হোসেন, ইভেন্ট চেয়ার ইবরাহীম জায়েদ পিনাক, মহাসচিব নুরুল হুদা পিন্টু, টিপু খান, ইকবাল করিম প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা রোটারী ইন্টারন্যাশনালের বড় জেলা সংগঠন হচ্ছে বাংলাদেশ রোটারী, জেলা-৩২৮১।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি