ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে নতুন ট্রাস্টের উদ্বোধন

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য পাঁচ লাখ টাকা মূল্যমানের তৃতীয় ট্রাস্ট ফান্ড মো. সামছুল হক ও জোহরা খাতুন ট্রাস্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) তৃতীয় ট্রাস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, ট্রাস্টিবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং রেজিস্ট্রার।

এ সময় উপাচার্য ট্রাস্ট ফান্ডের দাতাত্রয় সাহানা পারভীন,শাহরিয়ার পারভীন এবং সারোয়ারী পারভিন হককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, উদ্ভিদবিজ্ঞান বিভাগে চার লাখ টাকা মূল্যমানের শেখ আবুল হোসেন ও আবেদা খাতুন ট্রাস্ট ফান্ড এবং পাঁচ লাখ টাকা মূল্যমানের ড. মো. আতাহার উদ্দিন ট্রাস্ট ফান্ড নামে আরও দুটি ট্রাস্ট ফান্ড পরিচালিত হয়ে আসছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি