ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্যদিয়ে পর্দা উঠেছে যুব উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ আসরের।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) আয়োজিত যুব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ উৎসব শনিবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যা যুব ও ফুটবলের দেশব্যাপী উদযাপনের এক প্রাণবন্ত সূচনা করে।

উদ্বোধনী ম্যাচে মুন্সীগঞ্জ এবং মাদারীপুর মুখোমুখি হয়। টুর্নামেন্টে ৬৪টি জেলা দল ৮টি জোনে অংশ নিচ্ছে। 

টুর্নামেন্ট কাঠামোতে রয়েছে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিক বাছাইপর্ব, এরপর নকআউট রাউন্ড এবং শেষ পর্যন্ত নভেম্বরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাফুফে এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, যুব প্রদর্শনী এবং অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ লোগো উন্মোচন করা হয়েছিল।

দেশজুড়ে ১১২টি ম্যাচের আয়োজনের মাধ্যমে এই টুর্নামেন্টটি জেলা পর্যায়ের ফুটবলকে পুনরুজ্জীবিত করবে এবং নতুন প্রতিভা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি