ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

জয় দিয়ে ইউরো মিশন শুরু রোনালদোর পতুর্গালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৯ জুন ২০২৪

Ekushey Television Ltd.

জয় দিয়েই ইউরো মিশন শুরু হলো পর্তুগালের। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে প্রথমার্ধে পর্তুগিজদের সাথে সমান তালেই লড়াই করেছে চেক রিপাবলিক। রোনালদো-বার্নাদো সিলভারা একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের ডিফেন্সে চিড় ধরাতে পারেনি। 

বিরতির পর উল্টো গোল হজম করে বসে পর্তুগাল। ম্যাচের ৬২তম মিনিটে রোনালদোদের স্তব্ধ করে দেন চেক ফুটবলার লুকাস প্রোভড। তার দারুণ এক শটে চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে যায়।

তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। চেক ডিফেন্ডারের আত্মঘাতি গোলে সমতায় ফেরে পর্তুগাল। পর্তুগালের নুনো মেন্দেসের হেড ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। যদিও তিনি বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। এতে তার সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই।

আর রোনালদোদের জয়সূচক গোলটি আসে যোগ করা সময়ে। ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ের শটে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন সাবেক তারকা উইঙ্গার সার্জিও কনসেইসাওয়ের ছেলে।

২-১ গোলে জয়ে ইউরো অভিযান শুরু করলো পর্তুগিজরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি