ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জয়ে ফিরল চেলসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর স্ট্যামফোর্ড ব্রিজে জয়ের দেখা পেয়েছে চেলসি। বুধবার রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচ শুরুর ২৪তম মিনিটে প্রথম গোল করেন চেলসির ফরোয়ার্ড আব্রাহাম। এর পর ম্যাচের ৪১তম মিনিটে মিশরের মিডফিল্ডার মাহমুদ হাসানের গোলে সমতায় ফেরে অতিথিরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮তম মিনিটে গোছালো আক্রমণে ফের এগিয়ে যায় চেলসি। ডান দিক থেকে উইলিয়ানের ক্রস পেয়ে আব্রহাম বুক দিয়ে বল বাড়ান ম্যাসন মাউন্টকে। জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার।

ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে পরিবর্তন করতে পারেনি কেউ। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এ জয়ে ১৫ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি। ১৫ ম্যাচে ১৪ জয় ও ১ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি