নারী ওয়ানডে বিশ্বকাপ
টসে হেরে পাকিস্থানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৬:৫৬, ২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০৩, ২ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০২ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
টস জিতে পাকিস্থানের অধিনায়ক ফাতিমা বলেন, “উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে কোয়ালিফায়ারে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় সম্ভব।”
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন,‘আমরাও টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ মনে হচ্ছে। আমরা অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছি। ফিটনেস ও স্কিলের জন্য বহু ক্যাম্প করেছি। শারীরিক ফিটনেস বজায় রাখার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টাও করছি।’
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।
এমআর//