ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

টাইগার প্রেমীদের স্বস্তির বার্তা দিল তামিম

প্রকাশিত : ২৩:৩৬, ১ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ মিশন শুরু হচ্ছে কাল। ম্যাচের আগেই মাঠে ফেরা নিয়ে সকল সন্দেহের অবসান ঘটিয়ে সুসংবাদ দিয়েছেন তামিম ইকবাল। তাকে ঘিরে আতঙ্ক কাটিয়ে উঠেছে টাইগার দল। টাইগার প্রেমীদের কাছে স্বস্তির বার্তা হলো, শনিবার নেটে ব্যাট করেছেন তামিম।

শনিবার ওভালে স্থানীয় সময় বেলা দেড়টায় দলের সঙ্গে অনুশীলনে এসে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। নেটে আধা ঘণ্টা ব্যাটিং শেষে ফিল্ডিং অনুশীলনও করেছেন, নিয়েছেন বেশ কয়েকটি অনেক উঁচুতে ওঠা ক্যাচ।

ড্রেসিংরুমে ফেরার আগে ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি খেলবেন?’ এমন প্রশ্নের জবাব নিজেই জানালেন তামিম। তিনি বলেন, এখন ভালো আছি। কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে।

এ ব্যাপারে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা জানালেন, নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম।

প্রসঙ্গত, শুক্রবার নেটে অনুশীলন করার সময় হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম। নেট বোলারের বল লাগে বাঁহাতি ওপেনারের কব্জিতে। পরে এক্স-রে রিপোর্টের পর জানা যায় কোনো চিড় ধরা পড়েনি তামিমের হাতে। অর্থাৎ, আপাতত বড় ঝুঁকি থেকে শঙ্কামুক্ত তিনি। বিপদ যে অনেকখানি কেটে গেছে তার প্রমাণ মিলল শনিবার ব্যাট হাতে তামিম আবারও নেটে ফেরায়।

যেহেতু লম্বা আসর, সব বিবেচনায় তামিমের ব্যাপারে একটু বিশেষ সতর্ক বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফিজিও থিহান চন্দ্রমোহন সবুজ সংকেত দিলে তবেই ম্যাচে নামার সার্টিফিকেট পাবেন টাইগার বাঁহাতি ওপেনার।

টিআই/কেআই


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি