ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টানা দুই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১৫:১৬, ৩ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু হ্যাটট্রিকই নয়, আরও দুই গোলের অ্যাসিস্টও করেছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। তার দুর্দান্ত পারফরম্যান্সের দিনে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে আল নাসের। 

বয়সটা ৪০ এর কোঠায়। কিছুদিন আগেও দাপট দেখিয়েছেন ইউরোপিয়ান লিগে। মধ্যপ্রাচ্যে ফুটবরের বিপ্লব ঘটাতে এসেছেন আল নাসরে। খেলছেন রাজা হয়েই। 

তিন দিনের ব্যবধানে আল নাসরের জার্সিতে করেছেন দুটি হ্যাটট্রিক। আবহা ক্লাবের বিপক্ষে এদিন প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় রোনালদোরা। এই অর্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। যার প্রথম গোলটি করেন ফ্রি-কিক থেকে ১১ মিনিটে।

২১ মিনিটে জোড়া পূর্ণ করেন। এটিও চোখ ধাধানো ফ্রি-কিকে। ৪২ মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক।

ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০টি করেছেন বয়সের কোঠা ৩০ ছোঁয়ার আগে। বাকি ৩৫টি হ্যাটট্রিক এসেছে পরবর্তী ১০ বছরে।

২৯ গোল নিয়ে এবার সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতাও রোনালদো।

বয়স যে কেবলি একটি সংখ্যা, সেটা প্রমাণ করেই চলেছেন এই পর্তুগিজ সুপারস্টার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি