ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত বোল্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে অলিম্পিকে আটটি স্বর্ণজয়ী কিংবদন্তি জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপের মত বড় মঞ্চের শুভেচ্ছাদূত হতে পেরে উচ্ছ্বসিত বোল্ট। আইসিসির দেওয়া এক বিবৃতিতে জ্যামাইকায় ক্রিকেট খেলে বেড়ে উঠা বোল্ট বলেন, ‘ক্যারিবীয় অঞ্চলে ক্রিকেট হচ্ছে জীবনের অংশ। ক্রিকেট আমার হৃদয়ে সব সময়ই এটি বিশেষ জায়গা জুড়ে আছে এবং আমি এমন একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের অংশ হতে পেরে সম্মানিত।’

বোল্ট আরও বলেন, ‘বিশ্বে ক্রিকেটের বিস্তৃতি লাভে আমি আমার সর্বোচ্চ শক্তি নিয়োগে মুখিয়ে আছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি