ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। তাকে দায়িত্ব দিয়েই সংযুক্ত আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে তার কাঁধেই থাকছে নেতৃত্বভার।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের ১৬ সদস্যের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ মেহেদীকে। বাংলাদেশ দল ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে অনেকদিন ধরেই স্থায়ী সমাধান খুঁজছিল বিসিবি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাসকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করে সাফল্য এসেছিল। স্থায়ীভাবেই এবার তার ওপরই ভরসা রাখল বোর্ড।    
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন নাসুম আহমেদ, রিপন মন্ডল এবং আফিফ হোসেন। ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। তাদের বদলে দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম। 
 
আগামী ১৭ এবং ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর এবং ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে। ওই সফরের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 
 
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:  লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি