ঢাকায় ফাহামেদুল ইসলাম
প্রকাশিত : ১১:০৫, ২৮ মে ২০২৫ | আপডেট: ১২:০৪, ২৮ মে ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। জুনের ১০ তারিখ ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি খেলবেন ফাহামেদুল।
এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী মাসের ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকদের জন্য ম্যাচটি তুমুল উন্মাদনার। কারণ, এই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি খেলবেন আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম।
বুধবার (২৮ মে) সকাল ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে প্রবাসী ফুটবলারদের মধ্যে সবার আগে বাংলাদেশে পৌঁছালেন ফাহামেদুল। হামজা ও ফাহামেদুল ছাড়াও আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে শনিবার (৩১ মে)। দর্শকদের তুমুল আগ্রহের কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। শুধু তাই নয়। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামেরও।
এদিকে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ জুন। আর তার পরের দিন বাংলাদেশে আসার কথা রয়েছে শমিত সোমের।
এমবি//