ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

তালাক দিয়েছেন আল আমিন, কাগজ পাননি স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৬ অক্টোবর ২০২২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন তার স্ত্রী ইসরাত জাহানকে গত ২৫ আগস্ট তালাক দিয়েছেন বলে আদালতে লিখিতভাবে জানিয়েছেন। 

নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় আল আমিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদালতে হাজিরা দেন।  

আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান জানিয়েছেন, আল আমিন আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন। যেখানে উল্লেখ করা হয় যে, গত ২৫ আগস্ট তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে তার স্ত্রী তালাক সংক্রান্ত কোনো কাগজ পাননি। 
 
গত ৭ সেপ্টেম্বর আদালতে আল আমিনের বিরুদ্ধে মামলা করেন ইসরাত জাহান। 

মামলায় বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর বিয়ে হয় আল-আমিন ও ইসরাতের। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেন না এবং খোঁজ না নিয়ে এড়িয়ে চলছেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন।

ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার সঙ্গে সংসার করবে না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।   

এই মামলায় ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে ২৭ সেপ্টেম্বর জামিন পান আল আমিন। ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।

এএইচএস  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি