ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

তাসকিনের বিপিএল শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পিঠে ব্যথার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিলেট সানরাইজার্সের এ তারকা পেসার।

খবরটি নিশ্চিত করে সিলেট সানরাইজার্সের কর্মকর্তারা জানান, টুর্নামেন্টের বাকী অংশে আর খেলতে পারবেন না ফর্মের তুঙ্গে থাকা এই পেসার। টুর্নামেন্টে দলের শেষ দুই ম্যাচে খেলতে না পারা তাসকির এ পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন। 

একই সাথে, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও তাসকিনের খেলা নিয়ে শংকা তৈরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতেই বিপিএল বাদ দিয়েছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছাবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি