ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় শ্রীলংকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলংকা। ৩০০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২১ রানেই অল আউট করে দেয় স্বাগতিকেরা। তবে এমন বিশাল জয় পেয়েও ৩-২ ব্যবধানে আফ্রিকার কাছে সিরিজ হারতে হয় লংকানদের।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। নেতাসুলভ ৯৭ বলে ৯৭ রানের ইনিংসে দলকে এনে দেন ২৯৯ রানের বড় সংগ্রহ। তার সাথে দলের প্রয়োজনে রান করেন ডিকেলা (৪৩ রান), মেন্ডিস (৩৮রান) এবং ডি সিলভাও (৩০ রান)। আর শেষ ১০ ওভারে নেওয়া ঝড়ো ৯৩ রানের ওপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ দাঁড়ায় ২৯৯ রান। ৫০ রানের ওপরে চারটি পার্টনারশিপ ছিলো লংকানদের ইনিংসে।   

দিবারাত্রির এ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-এ নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারী দক্ষিণ আফ্রিকানরা। ওপেনার হাশিম আমলা ৪ বল খেললেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে। অধিনায়ক ডি কক ৫৭ বলে ৫৪ রান করলেও বাকিদের রানের চিত্রটা ছিলো টেলিফোন নম্বরের মতো। মার্করাম ২০ এবং ডুমিনা আর রাবাদা ১২ করে রান করলেও দুই অংকের কোঠায় যেতে পারেননি আর কোন ব্যাটসম্যানই।

শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়ের ক্যারিয়ার সেরা বোলিং-এ শেষ পর্যন্ত ১২১ রানেই থেমে যায় প্রোটিয়াসদের ইনিংস। ৯ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন এই স্পিনার। আর তাই ম্যাচ সেরাও তিনি। দক্ষিণ আফ্রিকার ডুমিনি হন সিরিজ সেরা।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি