ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের এই বহরে আছেন ১৫ জন, নেই সাকিব আল হাসান। ছাত্র অভ্যুত্থানে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় অভিযুক্ত এ ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র নিয়ে যাচ্ছেন কাউন্টি খেলতে।

দেশে আসার পর ফুল দিয়ে নাজমুল হোসেন শান্তদের বরণ করে নেন বিসিবি পরিচালকরা।
রাত ২টা নাগাদ দ্বিতীয় বহরে আরও ৬ জন ক্রিকেটারের দেশে ফেরার কথা রয়েছে।

প্রথম বহরে সঙ্গী হয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তিনি ফিরলেও বিদেশি কোচিং স্টাফদের বাকিরা ফিরেননি। হাথুরুসিংহের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে নির্ধারিত হতে পারে লঙ্কান কোচের ভবিষ্যৎ।

দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলপতি শান্ত। ২-০ ব্যবধানে জেতা সিরিজকে দেশের ক্রিকেটের সেরা অর্জন বলে অভিহিত করেন তিনি। শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় ওয়ান অব দ্য বেস্ট অর্জন, বাংলাদেশের ক্রিকেটে। এটা শুধু আমার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে।’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি