ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নয় বছর পর বিদেশে সিরিজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সেন্ট কিটসে গতরাতে ক্যারিবিয়দের বিপক্ষে রবিবাসরীয় জয় পেয়েছে মাশরাফিরা। এটি বিদেশের মাটিতে ৯ বছর পর কোনো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।

টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের পর হতাশা ঘিরে ফেলেছিল বাংলাদেশ। কিন্ত ওয়ানডেতে ঠিকই ঘুরে দাঁড়ায় মাশরাফিবাহিনী। প্রথম ওয়ানডেতে ৪৫ রানে জিতে আত্মবিশ্বাস ফিরে পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচটিও হাতের মুঠোয় ছিল। মাত্র তিন রানের জন্য হাতছাড়া হয়ে যায় ব্যাটসম্যানদের দৃঢ়তার অভাবে।

সেই আক্ষেপ নিয়ে গতরাতে মাঠে নামে বাংলাদেশ দল। তামিম, মাহমুদুল্লাহর দূরন্ত ব্যাটিংয়ে ৩০১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পুঁজিটা বড় হওয়ায় ক্যারিবিয়দের চেপে ধরার সুযোগ পান মাশরাফি। শেষ পর‌্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচ নানা নাটকীয়তার পর বাংলাদেশ জিতে ১৮ রানে।

এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০০৯ সালে। দেশের মাটিতে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১৬ সালে।

সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি