ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নাঈম নৈপূণ্যে রংপুরের সংগ্রহ ১৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৪ ডিসেম্বর ২০১৯

মোহাম্মাদ নাঈমের অনবদ্য ৭৮ রানের ওপর ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে রংপুর রেঞ্জার্স। 

শনিবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নাঈম ও মোহাম্মাদ শাহজাদ। দলীয় ২৫ রানের মাথায় শাহজাদ ৯ রানে ফেরত গেলেও নাঈমের সঙ্গে আবেল (১০) ও জহুরুলের (৬) ৩৩ ও ৩০ রানের জুটিতে বড় পুঁজির পথে এগিয়ে যায় রংপুর। 

কিন্তু নাঈমের ৩ ছয় আর ৬ চারে ৭৮ রানে রুবেল হোসেনের বলে সাজঘরে ফিরলে বড় ইনিংসের পথে অনেকটা বাধার মুখে পড়ে রংপুর। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানে থেমে যায় রেঞ্জার্সের ইনিংস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অধিনায়ক মোহাম্মাদ নবী (২১)। 

চট্টগ্রামের পক্ষে কোক উইলিয়ামস সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়া, মেহেদি হাসান রানা, রুবেল হোসেন, বার্ট ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ একটি উইকেট নেন। 

জবাব দিতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভারে এক উইকেটে ৭১ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওপেনার আভিস্কা ফার্নান্দো ৩৭ রান করে আউট হয়ে যান। ক্রিজে ইমরুল কায়েস ১ ও চ্যাউইক ওয়াল্টন ৩৩ রানে ব্যাট করছেন। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি