ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পরিকল্পনা করে খেলতে পারলে চাপে থাকবে নিউজিল্যান্ড: সৌম্য

প্রকাশিত : ১৮:৪২, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৮:৫০, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তাদের গতি আর বাউন্সকে ভালভাবেই সামাল দিয়েছে টাইগার ব্যাটসম্যানরা। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে মাশরাফির দল। তবে নিউজিল্যান্ডের বোল্ট-সাউদিদের গতি আর বাউন্সের পাশাপাশি সুইংকেও মোকাবেলা করতে হবে ব্যাটসম্যানদের। তবে প্রথম ম্যাচের মতো ভাল শুরু করতে পারলে বড় সংগ্রহ করাটা অসম্ভব কিছু নয়।

সৌম্য সরকার মঙ্গলবার (জুন ০৪) সাংবাদিকদের বলেন, দক্ষিণ আফ্রিকার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও একই রকম পরিকল্পনা হবে, সে রকম কিছু বলার সুযোগ নেই। প্রোটিয়াদের বিপক্ষে যেমন উইকেট ছিলো, নিউজিল্যান্ডের সাথে তা নাও থাকতে পারে। এ ছাড়া ওদের গতির সাথে সুইংও আছে। ওইভাবেই প্ল্যান করে খেলতে হবে। পরিস্থিতি, গতি ও সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে।

তবে সৌম্য মনে করেন নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায় বড় দল হিসেবে নিউজিল্যান্ডই চাপে থাকবে। তিনি বলেন, দুই দলের জন্যই ভিন্ন কন্ডিশন থাকবে। ওয়েদার হয়তো ওদের সাথে একটু মিলবে। তবে কেউই বলতে পারবে না আমাদের হোম। দিন শেষে এটা বড় টুর্নামেন্ট। তারা বড় দল হিসেবে চাপে থাকবে। মানসিকভাবে আমাদের শক্ত থাকতে হবে। আমরা যে জেতার জন্যই নামবো, তা বিশ্বাস করতে হবে।

প্রথম ১০ ওভারে বোল্ট-সাউদিকে উইকেট না দিয়ে রান তুলে নিতে পারলে সেটা দলের জন্যই মঙ্গলজনক। তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রধান কাজই থাকবে ভাল শুরু করা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি