ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের লক্ষ্য এবার বিশ্বকাপ শিরোপা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ১৪ অক্টোবর ২০২২

বাংলাওয়াশ শিরোপাজয়ী পাকিস্তান

বাংলাওয়াশ শিরোপাজয়ী পাকিস্তান

Ekushey Television Ltd.

২০২১ সালে আরব আমিরাত বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। ওই সময় দুর্দান্ত ফর্মে ছিল বাবর আজমের দল। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলে ট্রফির দৌড় থেকে ছিটকে যান বাবর-রিজওয়ান-আফ্রিদিরা।

চলতি বছর একই ভেন্যুতে অনুষ্ঠিত এশিয়া কাপেও একই ঘটনার শিকার হয় দলটি। তবে, আসন্ন বিশ্বকাপের আগে আবারও নিজেদের শক্তির আভাস দিল পাক ক্রিকেটাররা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে একের পর এক ধাপ পাড়ি দিচ্ছে দলটি। গেল বিশ্বকাপের ধূলিসাৎ স্বপ্ন ভুলে নতুন করে জয়ের স্বপ্ন দেখছে দলটি।

সর্বশেষ বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপাও জিতে নিয়েছে পাকিস্তান। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

তবে পাকিস্তান দলের বর্তমান মিডল-অর্ডার নিয়ে সমালোচনা হচ্ছে বরাবরই। এ নিয়ে শঙ্কা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও। তার মতে, বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান! এর কারণ হিসেবে তিনি মূলত পাকিস্তানের মিডল-অর্ডারকে চিহ্নিত করেছেন।

যদিও এদিন স্বাগতিকদের বিপক্ষে মিডল-অর্ডারের পারফরম্যান্স ঝামা ঘষে দিয়েছে সমালোচকদের মুখে। মিডল অর্ডারের দৃঢ়তাতেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ১৫তম ওভারে ২৫ রান তুলে নিয়ে পুরো ম্যাচের সমীকরণ পাল্টে দেন মিডল-অর্ডারে ব্যাট করতে আসা মোহাম্মদ নওয়াজ এবং হায়দার আলি।

তাইতো ‘বাংলাওয়াশ’ সিরিজের শিরোপা জিতে পাকিস্তানের লক্ষ্য এবার বিশ্বকাপ। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম এবং ম্যান অব দ্য ফাইনাল মোহাম্মদ নওয়াজ।

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নওয়াজ জানান, সামনে বিশ্বকাপ। এখন আমাদের দৃষ্টি বিশ্বকাপের দিকেই।

এক ওভারে ২৫ রান নেয়া প্রসঙ্গে নওয়াজ বলেন, হায়দার আগের ওভারে বাউন্ডারি মেরে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর ওই ওভারে আমরা বাতাসের গতিকে কাজে লাগিয়েছি। পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দেশ থেকে এসে এখানে নিজেদের মানিয়ে নেয়া কঠিন। তবে এখন আমরা বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি।

পাক অধিনায়ক বাবর আজম জানালেন, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে যে আত্মবিশ্বাস অর্জন হয়েছে, বিশ্বকাপে আমরা এই আত্মবিশ্বাস নিয়েই ঝাঁপিয়ে পড়ব।

তিনি বলেন, ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। যেকোনো দলের জন্য মিডল-অর্ডারে ব্যাটিং অনেক সহায়ক। আমাদের যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।

হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেয়া প্রসঙ্গে বাবর বলেন, উইকেট দেখার পরও টসের সময় আমি আমার চিন্তা পরিবর্তন করিনি। উইকেটও তেমনটাই ছিল (কিছুটা স্লো)। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আমরা অস্ট্রেলিয়া বিশ্বকাপে যেতে পারছি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি