ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারতে পুরো দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ। এমন নৃশংস এই হামলার প্রতিবাদে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘পহেলগামের ঘটনা কোনো রসিকতা নয়। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত, সেটা ১০০ শতাংশ। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোনো মজার বিষয় নয়। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’

গাঙ্গুলীর এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আইপিএলের একটি ম্যাচে (হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স) এক মিনিট নীরবতা পালন করে এবং খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে মাঠে নামে। সেই ম্যাচে কোনও চিয়ারলিডার, গান বা আতশবাজির ব্যবহারে ছিল না।যা বিসিসিআইয়ের মনোভাবকে স্পষ্ট করে দেয়।

এই ঘটনার প্রভাব পড়তে পারে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কেও। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখা হতে পারে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, যেখানে এই দুই দেশের মধ্যে সম্ভাব্য মুখোমুখি হওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি