ঢাকা, রবিবার   ২৫ মে ২০২৫

ফুটবল দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

আজ ২৫ মে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাধুলার একটি—ফুটবলের নিজস্ব একটি দিন। আজ ‘বিশ্ব ফুটবল দিবস’। হয়তো অনেকেই জানেন না, এত বড় ও জনপ্রিয় একটি খেলার জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত দিবসটি এসেছে খুব বেশি দিন হয়নি। ২০২৩সালে ২৫ মে দিনটিকে ‘বিশ্ব ফুটবল দিবস’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

দিনটি নির্বাচনের পেছনে রয়েছে শতবর্ষ পুরোনো ঐতিহাসিক একটি উপলক্ষ। ১৯২৪ সালের ২৫ মে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দল অংশ নেয়। বলা যায়, এটাই ছিল বিশ্ব ফুটবলের প্রথম বৈশ্বিক আসর। তাই ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে জাতিসংঘ ২৫ মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে নির্ধারণ করে।

২০২৩ সালের মে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবস ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তাহের এল-সনি। প্রস্তাবে তিনি বলেন,

"ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি সর্বজনীন ভাষা, যা জাতীয়তা, সংস্কৃতি ও সামাজিক বিভাজন অতিক্রম করে। এটি রাস্তা, গ্রাম, স্কুল ও শহরের মাঠে সব বয়সীদের মধ্যে আনন্দ এবং প্রতিযোগিতার মাধ্যম হয়ে ওঠে।"

ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তখন থেকেই ২৫ মে পালিত হচ্ছে বিশ্ব ফুটবল দিবস।

১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় ৪ মে এবং শেষ হয় ২৭ জুলাই। তিন মাসব্যাপী আয়োজনে ছিল ১৭টি খেলায় ১২৬টি পদকের লড়াই। তবে সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটি আসে ২৫ মে, যখন প্রথম অলিম্পিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সেই টুর্নামেন্টে অংশ নেয় ২২টি দেশ। ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতে উরুগুয়ে। তৃতীয় হয়েছিল সুইডেন আর চতুর্থ নেদারল্যান্ডস।

বিশ্বের আনাচে কানাচে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি সংস্কৃতি, আবেগ ও ঐক্যের প্রতীক। কোটি মানুষের জীবনের অংশ এই খেলার একটি নিজস্ব আন্তর্জাতিক দিবস পাওয়া নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।

আজকের দিনটি তাই শুধুই উদযাপনের নয়, বরং ফুটবলের বৈশ্বিক ঐক্য ও সম্প্রীতির বার্তাও স্মরণ করার দিন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি