ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশি মেয়েদের কাছে পাত্তা পেল না নেদারল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৩০ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৩৯, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ডাচ নারী ক্রিকেট দলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৮১ বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সালমারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিমূলক এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে সর্বসাকুল্যে ৫১ রান সংগ্রহ করে স্বাগতিক নেদারল্যান্ড। জবাবে ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ!

স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার স্টেয়ার ক্যালিস। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি আর কেউই। যাতে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে নেদারল্যান্ড।

টাইগ্রেস বোলারদের মধ্যে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন শিকার করেন ২টি করে উইকেট। আর সালমা খাতুন ও জাহানারা আলম নেন ১টি করে উইকেট।

জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে নোঙর করে সানজিদা-আয়েশারা। ওপেনার সানজিদা ইসলাম করেন ২৭ বলে ২৪ রান। অপর ওপেনার আয়েশা রহমান শুকতারার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান। এ দুই ওপেনারের ব্যাটে ভর করেই ৬.৩ ওভারে বিনা উইকেটে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

আগামীকাল (৩১ আগস্ট) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মূল ম্যাচগুলো। এদিন ডান্ডির ফরফারশায়ারে সকাল ১০টায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সালমা বাহিনী। 

'এ' গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে টাইগ্রেসদের তৃতীয় ও শেষ ম্যাচটির প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগামী ৩ সেপ্টেম্বর তাদের বিপক্ষে খেলবে সালমারা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি