বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি
প্রকাশিত : ১৬:৩৯, ১১ জানুয়ারি ২০২৬
নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার ঘোষণা দেয়ার পর আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তানের ‘সম্পূর্ণ প্রস্তুত’ ভেন্যুগুলো ব্যবহারের প্রস্তাব দেওয়া হতে পারে।
রোববার (১১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
সূত্রের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও আইসিসি নারী বাছাইপর্ব ২০২৫সহ বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)–এর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই আগ্রহ দেখাচ্ছে পিসিবি।
এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেয়, তারা ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না।
আইসিসি বর্তমানে সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না খেলিয়ে কোন ভেন্যুতে স্থানান্তরিত করা যাবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
এমআর//










